Saturday, 4 December 2021

মহামায়া লেকে নৌকা ভ্রমন এবং ঝর্ণা দর্শন (প্রথম খন্ড)

 



প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গভূমি মহামায়া লেক। এটি চট্রগ্রাম বিভাগের মিরেরসরাইতে অবস্থিত। পাহাড়, লেক, কায়েকিং, নৌভ্রমন, পিকনিকের জন্য একটি আদর্শ স্থান। আমরা একদিনের ট্যুরে ঢাকা থেকে ভোর ছয়টায় রওনা দিয়ে দশটার সময় পৌছে যাই। পথিমধ্যে কুমিল্লাতে আমরা সকালের নাস্তা করে নেই। আমরা ড্রাইভারকে খুব জোরে গাড়ি চালাতে নিষেধ করেছিলাম। ৬০-৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে যেতে প্রায় সাড়ে তিন ঘন্টা লাগবে। প্রকৃতিকে এতো কাছ থেকে দেখার কি যে আনন্দ, সেটা মহামায়া ভ্রমনের পর সত্যিকার অর্থে জানতে পেরেছি। এতো সুন্দর সবুজের সমারোহের মাঝে মাথা উচু করে দাড়িয়ে আছে অনেকগুলো পাহাড়। তার চারপাশে একে বেকে চলছে মহামায়া লেক। এখানে লেকের শিতল বাতাসে প্রান জুড়িয়ে যায়। লেকের পানিও ঋতুর আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ন কিন্তু ঝর্নার পানি অনেক শীতল।  ঝর্নায় অনেক সময় ধরে গোসল করলে একটা হিম শীতলতা শরিরে কাপুনী এনে দেয়। ঝর্নায় গোসল শেষ করে লেকের পানিতে নামলে মনে হয় গরম পানির লেক।পানি একটু ঠান্ডা হওয়া সত্বেও ঝর্নায় গোসল করতে অসাধারন লাগে। এখানের ঝর্নাটা একটু ছোট হলেও পরিপূর্ন আনন্দদানে যথেষ্ঠ। এখানে গোসল করতে হলে অনেক সাবধানী হওয়া চাই কারন এখানকার পাথরগুলো অনেক পিচ্ছিল। 

No comments:

Post a Comment

কক্সবাজারের অভিজাত হোটেল-এ উপভোগ করুন সর্বোচ্চ ৫০% মূল্যছাড়

  লংকাবাংলার গ্রাহকরা  কক্সবাজারের অভিজাত হোটেল-এ উপভোগ করুন সর্বোচ্চ ৫০% মূল্যছাড়